Ajker Patrika
হোম > বিশ্ব

করোনার টিকা নেবেন না বলসোনারো  

অনলাইন ডেস্ক

করোনার টিকা নেবেন না বলসোনারো  

করোনা ভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের জোভেম প্যান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন । 

যদিও এর আগে  ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে তিনি টিকা নেবেন।    

সাক্ষাৎকারে বলসোনারো বলেন, `আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভ্যাকসিন নেব না। আমি নতুন গবেষণাগুলো দেখছি। আমার সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে কেন ভ্যাকসিন নেব?'

করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সমালোচিত হয়েছেন বলসোনারো। করোনা টিকা নিয়ে বেফাঁস মন্তব্যও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।  গত ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেন, ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ কুমিরে পরিণত হতে পারে। 

ব্রাজিলের দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য দেওয়া স্বাস্থ্য পাসের বিরোধিতাও করেছেন বলসোনারো। ব্রাজিলের কিছু বড় শহরে প্রবেশ করতেও ব্রাজিলিয়ানদের টিকা দেওয়ার প্রমাণ স্বাস্থ্য পাসের মাধ্যমে দিতে হচ্ছে। 

এ নিয়ে বলসোনারো বলেন, যদি কেউ ভ্যাকসিন দিতে না চায়, এটি তার অধিকার। 

ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১০ কোটি মানুষকে এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া  হয়েছে। এ ছাড়া আরও পাঁচ কোটি মানুষকে করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে।  

গত সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। 

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ