হোম > বিশ্ব

ওমিক্রনকে মৃদু বলা উচিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনকে মৃদু হিসেবে বর্ণনা করার বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনে লোকজনের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত কম, তবে সংক্রমণ বেশি হওয়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থা এরই মধ্যে চাপের মধ্যে পড়েছে। 

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ওমিক্রনকে ডেলটার তুলনায় অপেক্ষাকৃত কম গুরুতর বলে মনে হয়। তবে এর মানে এই নয় যে এটিকে হালকা হিসেবে শ্রেণিবদ্ধ করা উচিত। আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে। এতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গত সোমবার এক দিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। আর সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই ভ্যাকসিন নেওয়া ছিল না।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছিলেন, ২০২২ সালের পুরো বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট টিকার ডোজ দেওয়া সম্ভব, যদি পশ্চিমা দেশগুলো বুস্টার কর্মসূচির জন্য টিকা না সংগ্রহ করে।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ