হোম > বিশ্ব

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছাড়ল ইসরায়েলের উদ্ধারকারী দল 

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছাড়ল ভূমিকম্পে উদ্ধার সহায়তায় আসা ইসরায়েলের একটি ত্রাণ সংস্থার কর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ছয় দিন থাকার পর রোববার তুরস্ক ছেড়েছে ‘ইউনাইটেড হাটজালাহ’ নামের ওই সংস্থার অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা।

ইউনাইটেড হাটজালাহর উদ্ধার অভিযানের ভাইস প্রেসিডেন্ট ডভ মাইসেল জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরস্ক ছেড়ে গেছে আমাদের কর্মীরা। সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত তুরস্কের এই অঞ্চলে আমাদের দল পাঠানো ঝুঁকি ছিল। জীবন রক্ষার স্বার্থে জরুরি পদক্ষেপ নিয়েছি।’

 
এর আগে একই কারণ দেখিয়ে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকারী দল তুরস্ক ছেড়ে চলে যায়। জার্মানি থেকে আসা উদ্ধারকারী দল ও অস্ট্রিয়ার সেনাবাহিনী গত শনিবার তাদের উদ্ধার অভিযান স্থগিত করে। জার্মান গ্রুপ আইএসএআর জানায়, সিরিয়া সীমান্তে স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা বিবেচনায় দেশে ফিরে যান উদ্ধারকারী দলের কর্মীরা।

গত সোমবারের তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে এরই মধ্যে। তুরস্কে নিহতের সংখ্যা ২৯ হাজারের বেশি। আর সিরিয়ায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সপ্তম দিনের উদ্ধার অভিযানেও ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের সন্ধান মিলছে। উদ্ধারকারীরা বলছেন, যত সময় গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ