Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প
ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইলন মাস্ক মার্কিন প্রতিরক্ষা খাতের অপচয়গুলো ধরিয়ে দেবেন। ছবি: সংগৃহীত

ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।

মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।

ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।

এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’

সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।

রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।

আরও খবর পড়ুন:

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প

উর্দু উদ্ভূত শব্দ ছাড়া হিন্দিতে কথোপকথনই সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

‘নারীর’ সংজ্ঞা নির্ধারণ করবে ব্রিটিশ সুপ্রিম কোর্ট, রায় আজ

মাত্র ৯৮ দিনে ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে চীন

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুগান্তকারী চুক্তি

ওষুধে শুল্ক আরোপে ট্রাম্পের প্রস্তুতি শুরু

হামাসসহ সবাইকে নিরস্ত্র করতে চায় ইসরায়েল

স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরির চেষ্টা থামিয়ে দিল ফাইজার

ইউনেসকো গ্লোবাল জিওপার্কের স্বীকৃতি পেল উত্তর কোরিয়ার পবিত্র পর্বত