হোম > বিশ্ব

ইসরায়েল থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহার

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে জেনেভায় ব্রাজিলের বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করেছিলেন লুলা দা সিলভা। এরপর রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তিরস্কার করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় কাটজ ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ ঘটনার পরই ফ্রেদেরিকো মেয়ারকে ব্রাজিলের ফিরিয়ে নেন লুলা দা সিলভা। ইসরায়েলে তারপর আর ফেরেননি মেয়ার। তিনি এখন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের নাম যথাসময়ে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট