হোম > বিশ্ব > এশিয়া

সিঙ্গাপুর-হংকংয়ে নিষিদ্ধ দুই ভারতীয় ব্র্যান্ডের মসলা

সিঙ্গাপুর ও হংকংয়ে নিষিদ্ধ করা হয়েছে ভারতের দুটি ব্র্যান্ডের মসলা। ব্র্যান্ড দুটি হলো এমডিএইচ ও এভারেস্ট। গুণমানের বিষয়টি বিবেচনায় নিয়ে সিঙ্গাপুর ও হংকং কর্তৃপক্ষ ব্র্যান্ড দুটির নির্দিষ্টসংখ্যক প্যাকেটজাত মসলা নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের বাজারে প্রচলিত এ দুটি ব্র্যান্ডের মসলা কেনা থেকে বিরত থাকার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিক্রেতাদেরও এই ব্র্যান্ড দুটির মসলা বিক্রিতে নিষেধ করা হয়েছে। আর সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের নির্দিষ্ট ধরনের মসলাকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমডিএইচ ও এভারেস্টের মসলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের তিন ধরনের গুঁড়া মসলা ও এভারেস্টের একটি গুঁড়া মসলার বিক্রি চলতি মাসে স্থগিত করেছে হংকং। 

এদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সিঙ্গাপুর ও হংকংয়ে ভারতীয় দূতাবাসকে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া, এমডিএইচ ও এভারেস্টকেও এই নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কেন তাদের পণ্য প্রত্যাখ্যান করা হয়েছে তার মূল কারণ জেনে এবং সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে আলাপ করে সংশোধনমূলক ব্যবস্থা নির্ধারণ করা হবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সিঙ্গাপুর ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!