হোম > বিশ্ব > এশিয়া

সিঙ্গাপুর-হংকংয়ে নিষিদ্ধ দুই ভারতীয় ব্র্যান্ডের মসলা

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর ও হংকংয়ে নিষিদ্ধ করা হয়েছে ভারতের দুটি ব্র্যান্ডের মসলা। ব্র্যান্ড দুটি হলো এমডিএইচ ও এভারেস্ট। গুণমানের বিষয়টি বিবেচনায় নিয়ে সিঙ্গাপুর ও হংকং কর্তৃপক্ষ ব্র্যান্ড দুটির নির্দিষ্টসংখ্যক প্যাকেটজাত মসলা নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের বাজারে প্রচলিত এ দুটি ব্র্যান্ডের মসলা কেনা থেকে বিরত থাকার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিক্রেতাদেরও এই ব্র্যান্ড দুটির মসলা বিক্রিতে নিষেধ করা হয়েছে। আর সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের নির্দিষ্ট ধরনের মসলাকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমডিএইচ ও এভারেস্টের মসলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের তিন ধরনের গুঁড়া মসলা ও এভারেস্টের একটি গুঁড়া মসলার বিক্রি চলতি মাসে স্থগিত করেছে হংকং। 

এদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সিঙ্গাপুর ও হংকংয়ে ভারতীয় দূতাবাসকে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া, এমডিএইচ ও এভারেস্টকেও এই নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কেন তাদের পণ্য প্রত্যাখ্যান করা হয়েছে তার মূল কারণ জেনে এবং সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে আলাপ করে সংশোধনমূলক ব্যবস্থা নির্ধারণ করা হবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সিঙ্গাপুর ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন