Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

বার্ড ফ্লুর দুটি ধরনের সম্মিলিত সংক্রমণ, চীনে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বার্ড ফ্লুর দুটি ধরনের সম্মিলিত সংক্রমণ, চীনে নারীর মৃত্যু

H3 N 2 এবং H10 N 5 বার্ড ফ্লু-এরই দুটি ধরন। সম্প্রতি এই দুটি ধরনের সম্মিলিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এক চীনা নারী। পরে ওই নারীর মৃত্যু হয়। আজ বুধবার তাঁর শরীরে সম্মিলিত সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে যে, সংক্রমণটি পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করলেও মানুষ থেকে মানুষে এটির ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, আনহুই প্রদেশে যৌথ সংক্রমণে মারা যাওয়া ওই নারীর বয়স ছিল ৬৩ বছর। তাঁর শরীরে আরও বেশ কিছু সমস্যা ছিল। গত ৩০ নভেম্বর তাঁর কাশি, গলা ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৬ ডিসেম্বর।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আক্রান্ত নারীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের পরীক্ষার আওতায় আনা হয়েছিল। কিন্তু কারও শরীরেই ওই সম্মিলিত ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি।

সংস্থাটি বলছে, H10 N 5 ভাইরাসটির পুরো জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি অ্যাভিয়ান বংশোদ্ভূত অর্থাৎ পাখি থেকে এসেছে। আর কার্যকরভাবে এটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে না। ফলে এই ভাইরাস আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

উল্লেখ্য, চীনে খামার এবং বন্য মিলিয়ে বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক পাখি আছে। এর ফলে অ্যাভিয়ান ভাইরাসের সংমিশ্রণ এবং রূপান্তরের জন্য সেখানে একটি আদর্শ পরিবেশও রয়েছে

প্রাণহানি ৩ হাজার, যেন নরকবাস

অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা

মিয়ানমারের ভূমিকম্পে নামাজরত অবস্থায় মারা গেছে ৫ শতাধিক মুসলিম

মিয়ানমারের সামরিক শাসকদের ‘অভেদ্য দুর্গ’ এখন ধ্বংসস্তূপ

ভিসা জালিয়াতি করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার সময় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা

ট্রাম্পের শুল্ক মোকাবিলায় আঞ্চলিক বাণিজ্য প্রসারে চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার ঐকমত্য

মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে জটিল হচ্ছে ত্রাণ কার্যক্রম