হোম > বিশ্ব > এশিয়া

উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারিয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মন্ত্রিসভার রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারিয়ে পদত্যাগ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা। আজ রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে জানিয়েছেন যে, পর্ণপ্রীর পদত্যাগপত্র পেয়েছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

চাই ওয়াচারোঙ্কে আরও বলেন যে, পর্ণপ্রীর পদত্যাগ পররাষ্ট্র বিষয়ক সরকারি কাজে প্রভাব ফেলবে না কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এবং কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারেন।

পদত্যাগের ব্যাপারে মন্তব্যের জন্য পর্ণপ্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

থাইল্যান্ডের রাজার দ্বারা অনুমোদিত এবং সরকারি রয়্যাল গেজেটে প্রকাশিত স্রেথা থাভিসিনের নতুন মন্ত্রিসভায় পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারাকে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত দেখানো হয়েছে। উপ-প্রধানমন্ত্রী হিসেবে সেখানে পর্ণপ্রীকে রাখা হয়নি।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, পর্ণপ্রীর পদত্যাগপত্রে বলা হয়েছে যে, তিনি বিশ্বাস করেন তাকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে তার পারফরম্যান্সের কারণে নয়। গত বছর মন্ত্রিসভায় যোগদানের পর থেকে তিনি কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

পর্ণপ্রী বাহিদ্ধা-নুকারা বলেছেন যে, তিনি সততার সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি এবং আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছেন, সরকার কর্তৃক ঘোষিত বেশি সংখ্যক বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করেছেন এবং দেশের বাণিজ্যের দ্বার উন্মুক্ত করতে সরকারের অর্থনৈতিক কূটনীতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আজ রোববার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্রেথা থাভিসিনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পর্ণপ্রী। তিনি বলেছেন যে, নীতি বজায় রাখা এবং উভয় ভূমিকাতেই নিজের কাজের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!