Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

খুনের দায়ে থাইল্যান্ডে স্প্যানিশ অভিনেতার ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

খুনের দায়ে থাইল্যান্ডে স্প্যানিশ অভিনেতার ছেলে গ্রেপ্তার

স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। 

 ২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন। 

সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত। 

ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই। 

পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি। 

তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো। 

জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল ডাকাতি, ১.৫ বিলিয়ন ডলার নিয়ে গেল উ. কোরিয়ার হ্যাকাররা

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ