অনলাইন ডেস্ক
কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
টুইটারে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, আমরা আরেকটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করছি। এটি ব্যারন হোটেলের সামনে হয়েছে। আমরা বিস্তারিত তথ্য দিতে থাকব।
এর আগে কাবুল বিমানবন্দরের কাছে প্রথম দফার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
এর আগে কাবুল বিমানবন্দরে আইএসআইএস বা আইএস গ্রুপ হামলা চালাতে পারে জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।