হোম > বিশ্ব > এশিয়া

জাপানের কিউশুতে তাণ্ডব চালাচ্ছে ‘নানমাদল’, বন্যা সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

জাপানের কিউশু দ্বীপে আঘাত হানা শক্তিশালী টাইফুন নানমাদলের প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা। হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা। 

জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুন নানমাদলের কারণে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় রাজধানী টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

ইতিমধ্যে প্রায় ৪০ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। শত শত ফ্লাইট এবং অন্যান্য পরিবহন বাতিল করা হয়েছে। বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

টাইফুন নানমাদলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি।

জাপানের স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ উপকূলে আঘাত হানে টাইফুন নানমাদল। এটি বর্তমানে দেশটির অন্যতম বৃহত্তম দ্বীপ কিউশুতে তাণ্ডব চালাচ্ছে। টাইফুন নানমাদল মঙ্গলবার রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন