হোম > বিশ্ব > এশিয়া

ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ৭

অনলাইল ডেস্ক

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে এ হামলায় নিহত হয়েছেন ৭ জন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ’ বলে আখ্যা দিয়েছে। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলায় ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। 

এদিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় গতকাল বুধবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!