হোম > বিশ্ব > এশিয়া

চকলেটের জন্য গৃহকর্মী কিশোরীর মৃত্যুতে পাকিস্তানে তীব্র ক্ষোভ

পাকিস্তানে শিশুশ্রমের বিরুদ্ধে অধিকারকর্মীদের হাতে প্ল্যাকার্ড। ফাইল ছবি: বিবিসি

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে ১৩ বছর বয়সী গৃহকর্মীকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে এক দম্পতিকে। অভিযোগ উঠেছে, চকলেট চুরির সন্দেহে ওই গৃহকর্মীকে তাঁরা নির্মম নির্যাতন করে মেরে ফেলেছেন।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইকরা নামের ওই কিশোরী গত বুধবার হাসপাতালে মারা যায়। তাকে ভয়ংকরভাবে নির্যাতনের বিষয়টি পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে ঘটে যাওয়া এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‘জাস্টিস ফর ইকরা’ হ্যাশট্যাগ ব্যবহার করে হাজার হাজার মানুষ সামাজিক মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। ঘটনাটি পাকিস্তানে শিশু শ্রম ও গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে।

পাকিস্তানের আইন অনুযায়ী, ১৫ বছরের নিচে কোনো শিশুকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এই নিয়ম প্রায়ই লঙ্ঘিত হয়। ইকরার বাবা ৪৫ বছর বয়সী সানা উল্লাহ একজন কৃষক। তিনি বলেন, ‘তার (ইকরা) মৃত্যু আমার ভেতরটাকে চূর্ণ করে দিয়েছে।’

সানা উল্লাহ জানান, দারিদ্র্যের কারণেই ইকরাকে মাত্র ৮ বছর বয়স থেকেই গৃহকর্মী হিসেবে কাজ করতে পাঠাতে হয়েছিল। ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার এই কঠিন সিদ্ধান্ত নেয়।

গত দুই বছর ধরে ইকরা অভিযুক্ত দম্পতির বাড়িতে কাজ করছিল। এই দম্পতির ৮টি সন্তান রয়েছে। সবার দেখভাল করেও পাকিস্তানি মুদ্রায় মাত্র ৩ হাজার রুপি পারিশ্রমিক পেত সে। বাংলাদেশি মুদ্রায় যা মাত্র ১৩০০ টাকা।

পুলিশ জানিয়েছে, ইকরাকে চকলেট চুরির অভিযোগে মারধর করা হয়। তার দেহে বারবার নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

বিবিসির হাতে আসা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ইকরার পা ও হাতে একাধিক ভাঙা হাড় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

একজন কোরআন শিক্ষক ইকরাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। যদিও তিনি হাসপাতালে ইকরার সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ইকরার বাবা মারা গেছেন এবং তার মা নেই। পুলিশ বলছে, ওই শিক্ষক ইকরা সম্পর্কে জেনে-শুনে মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে ইকরার মৃত্যুর পূর্ণ তদন্তের জন্য ময়নাতদন্ত চলছে।

এই বিষয়ে সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘সে কি সত্যিই চকলেটের জন্য মারা গেল?’

অন্য একজন মন্তব্য করেন, ‘এটি শুধু একটি অপরাধ নয়। এটি আমাদের সেই ব্যবস্থাকে প্রতিফলিত করে, যেখানে ধনীরা গরিবদের একবার ব্যবহার করে ফেলে দেয়।’

ইকরার গৃহকর্তা রাশিদ শফিক ও তাঁর স্ত্রী সানা-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পাকিস্তানে এমন ঘটনার বিচার হওয়া বিরল। অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগী পরিবারকে টাকার বিনিময়ে মামলা মিটিয়ে নিতে বাধ্য করা হয়।

২০১৮ সালে দেশটির এক বিচারক ও তাঁর স্ত্রী ১০ বছর বয়সী গৃহকর্মী তৈয়বাকে নির্যাতনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড পান। কিন্তু পরে তাঁদের সাজা কমিয়ে মাত্র এক বছরে নামিয়ে আনা হয়েছিল।

পাকিস্তানের আইনে গুরুতর অপরাধের ক্ষেত্রেও ভুক্তভোগীর পরিবার ‘আল্লাহর নামে’ আসামিকে ক্ষমা করতে পারেন। বাস্তবে এই ক্ষমার পেছনে বেশির ভাগ সময়ই আর্থিক লেনদেনের বিষয়টি জড়িত থাকে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) অনুসারে, পাকিস্তানে ৩৩ লাখ শিশু শ্রমিক রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যানুযায়ী, পাকিস্তানের ৮৫ লাখ গৃহকর্মীর বেশির ভাগই নারী ও কিশোরী মেয়ে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!