আফগানিস্তানের পানশির উপত্যকা দখলের খবরে গতকাল গুলি ছুঁড়ে তা উদযাপন করেছে তালেবান। এই উদযাপনের সময় চালানো গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বার্তা সংস্থা শামশাদের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে উদ্যাপনের সময় গুলিতে ১৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা টিওএলও-এর প্রতিবেদনেও এমন সংখ্যা জানিয়েছে।
নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি হাসপাতালের মুখপাত্র জানান, উদ্যাপনের সময় প্রদেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ গুলি ছুঁড়ে উদযাপনের ঘটনার তিরস্কার করেছে। তিনি একটি টুইট বার্তায় বলেন, গুলি না চালিয়ে আল্লাহর প্রশংসা করুন।