হোম > বিশ্ব > এশিয়া

সিরিয়ায় সরকারপন্থী ও কুর্দিদের সংঘর্ষে নিহত অন্তত ২৫

অনলাইন ডেস্ক

সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। পূর্ব সিরিয়ার দেইর এজোর প্রদেশের ধেইবান এলাকায় আসাদ সরকারের অনুগত সেনাদের সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে দুই দিনের ভয়াবহ সংঘর্ষের পর নিহতের এই তথ্য জানানো হয়েছে আরব নিউজের প্রতিবেদনে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী (এসডিএফ) বলেছে, গত সোমবার বন্দুকযুদ্ধ শুরু হওয়ার পর তারা অনুপ্রবেশকারী আসাদ সরকারের অনুগত বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। সরকারপন্থী বাহিনী ইউফ্রেটিস পার হলে জবাব হিসেবে তারা (এসডিএফ) বোমাবর্ষণ শুরু করে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দেইর ইজোরের উত্তর পূর্বে এসডিএফের অবস্থান থেকে ইউফ্রেটিস নদীই দক্ষিণ-পশ্চিমে সরকারপন্থী বাহিনীর অবস্থানকে আলাদা রেখেছিল। আসাদপন্থী যোদ্ধারা ইউফ্রেটিস নদী পার হলে সর্বশেষ এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহতদের মধ্যে ২১ জন সরকারপন্থী এবং তিনজন এসডিএফ যোদ্ধা। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

উত্তর-পূর্ব ও উত্তর সিরিয়ায় এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দায়েশের বিরুদ্ধে অভিযানে তারা যেসব এলাকা দখল করেছে, সেখানে আরবরা সংখ্যায় বেশি।

চলতি মাসের শুরুর দিকেও একই এলাকায় আরব জাতিগোষ্ঠীর সঙ্গে এসডিএফের সংঘর্ষ হয়েছিল। সে সময় ১০ দিনের ওই সংঘর্ষে নিহত হন ৯০ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, আগের সংঘর্ষের পর সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে পালিয়ে যাওয়া কিছু আরব যোদ্ধা এই সপ্তাহের হামলায় অংশ নিয়েছিলেন।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন