হোম > বিশ্ব > এশিয়া

‘তাইওয়ান বিক্রির জন্য নয়’, মাস্ককে বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানকে চীনের অংশ ছিল বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। তাঁর এ মন্তব্যের জবাবে তাইওয়ান বলেছে, ‘তাইওয়ান বিক্রির জন্য নয়’ এবং এটি চীনের অংশও নয়। 

ইলন মাস্কের ওই মন্তব্যের জবাবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ মাস্কের মালিকানাধীন এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেছেন, ‘শুনুন, তাইওয়ান গণপ্রজাতন্ত্রী চীনের অংশ নয় এবং অবশ্যই বিক্রির জন্য নয়।’ 

বিবিসির প্রতিবেদন অনুসারে, চলতি সপ্তাহের একটি বার্ষিক বাণিজ্য সম্মেলনে মাস্ক তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সঙ্গে তুলনা করে এটিকে ‘অখণ্ড চীনের অংশ’ বলে উল্লেখ করেন। 

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। এ নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে গত কয়েক বছরে উত্তেজনা বেড়েছে। 

চলতি সপ্তাহেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমান ও নৌ মহড়া চালায় চীন। তাইওয়ান অভিযোগ করেছে, তাদের জলসীমায় প্রায় ১০টি চীনা জাহাজ এবং আকাশসীমায় ৪০ টিরও বেশি যুদ্ধবিমান দেখা গেছে। 

তাইওয়ান নিয়ে ইলন মাস্কের এমন মন্তব্য এটাই প্রথম নয়। সমালোচকেরা বলেন, চীনে বাণিজ্য প্রসারের লক্ষ্যে মাস্ক কখনো কখনো বেইজিংয়ের ভাষায় কথা বলে তাইওয়ান সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গত বছরের অক্টোবরে মাস্ক বলেন, তাইওয়ানের ওপর চীনের কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে বেইজিং ও তাইপের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনা সম্ভব। 

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দুটি দেশের সরকার ‘যুক্তিসংগতভাবে প্রীতিকর’ সমঝোতায় আসায় বিশ্বাসী বলে মন্তব্য করেন। তাঁর এ কথায় যুক্তরাষ্ট্রে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত প্রশংসা করলেও তাইওয়ানের রাষ্ট্রদূত বলেন, ‘স্বাধীনতা বিক্রির জন্য নয়।’

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!