হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে জেড পাথরের খনি ধসে নিহত ৩১ 

মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলে একটি পরিত্যক্ত জেড পাথরের খনিতে ভূমিধসের ফলে ৩১ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। আজ বুধবার সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে উত্তর কাচিনের হাপাকান্ত শহর থেকে দূরের একটি জেড পাথরের খনিতে গত রোববার এই দুর্ঘটনা ঘটে।

মিয়ানমারের প্রতিবেশী চীনে জেড পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে মিয়ানমারে জেড খনি অত্যন্ত লাভজনক ব্যবসায়। কিন্তু অনিয়ন্ত্রিত খননের কারণে এই খাতে ঘন ঘন দুর্ঘটনা ঘটে শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক উদ্ধারকর্মী এএফপিকে বলেছেন, “আজ (বুধবার) সকালে আমরা আরও ছয়জনের মৃতদেহ পেয়েছি। এখনো আটজন নিখোঁজ রয়েছেন। আমাদের অনুসন্ধান অব্যাহত।’ তাঁরা উদ্ধার প্রচেষ্টা চালানোর সময় কাঁদা সরিয়ে বেশ কয়েকজনের মরদেহ পান, বাকিদের মরদেহ পানিতে ভাসছিল।

উদ্ধারকারীরা বলছেন, খনিটি বেশ গভীর হওয়ায় প্রবল বর্ষণের ফলে নরম হয়ে গিয়ে পাহাড়ের গা থেকে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির একটি বিশাল চাঁই ধসে পড়ে।

এর আগে, বর্ষা চলে আসায় স্থানীয় প্রশাসন খনির কার্যক্রম স্থগিত করতে বাধ্য করেছিল। কিন্তু ভূমিধসে প্রাণহানির ঘটনার পর স্থানীয়রা ধারণা করছেন এই লোকগুলো সেখানে মূল্যবান কিছুর সন্ধান করছিলেন।

মিয়ানমার হলো বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস। এর আগেও ২০২০ সালে হাপাকান্তের এক খনিতে ভূমিধসে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!