হোম > বিশ্ব > এশিয়া

৪ গাড়ি ও হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তালেবানের তোপের মুখে গতকাল রোববার দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুলে রাশিয়া দূতাবাস আজ সোমবার বলেছে, আফগান প্রেসিডেন্ট চার গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন। জায়গা না হওয়ায় অনেক অর্থ তিনি বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যান। বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়া বলছে, কাবুলে কুটনৈতিক উপস্থিতি বজায় রাখবে রাশিয়া এবং এবং তাঁরা তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী। তবে তালেবান সরকারকে বৈধতা দেওয়ার তাড়াহুড়া নেই। নিবিড়ভাবে তালেবানের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। 

কাবুলে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র নিকিতা ইয়েশেঙ্কো রয়টার্সকে বলেন, ‘আশরাফ গনি যেভাবে দেশ ছেড়েছেন এটিকে পালিয়ে যাওয়াই বলা যায়। চার গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস ছাড়েন তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি ব্যাগগুলো হেলিকপ্টারে বোঝাই করা হয়। কিন্তু হেলিকপ্টারে সবগুলো ব্যাগের জায়গা না হওয়ায় কয়েকটি ব্যাগ বিমানবন্দরের টারমাকে ফেলেই চলে যেতে হয়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না। তবে তিনি রাষ্ট্রীয় বাজেটের সব টাকা নিয়ে পালাননি। কিছু অর্থ যদি থেকে থাকে তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’ 

এর আগে দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে গনি লেখেন, ‘তালেবান প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ায় রক্তপাত এড়াতে তিনি দেশ ত্যাগ করেছেন।’ 

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে