হোম > বিশ্ব > এশিয়া

‘দু–একদিনের মধ্যে হতে পারে ইসরায়েল–হামাসের যুদ্ধবিরতি’

ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে এমনটি জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুক।

মুসা আবু মারজুক বলেন, আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।

কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারও বলেছেন যে, ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।

ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!