হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে গুলিতে আহত সামরিক সরকারের সমর্থক গায়িকার মৃত্যু

মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক গায়িকা লিলি নাইং কিয়াও গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর ইয়াঙ্গুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর এই মৃত্যু শুধু সামরিক সরকারের সমর্থকদেরই নয়, এই সরকারের মিডিয়ায় কর্মরত অন্য সেলিব্রেটিদেরও মর্মাহত করেছে।

৫৮ বছর বয়সী এই গায়িকার মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উর্ধ্বতন নেতাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। তিনি সামরিক সরকারকে বিদ্রোহীদের ব্যাপারে নানা তথ্য দিতেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা সামরিক সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা একটি শহুরে গেরিলা বাহানীর সদস্য ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্য একজনের দুই আত্মীয়কে হত্যা করা হয়। সামরিক সরকার এই হত্যাকাণ্ডের জন্য ডি নিয়েন লিন নামের ছাত্রনেতাকেও অভিযুক্ত করেছে।

মিয়ানমারে সম্প্রতি সামরিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমর্থকদের হত্যা করছে গেরিলারা। গায়িকা কিয়াওয়ের হত্যাকাণ্ড এরই একটি।

কিয়াওয়ের ওপর হামলার চার দিন আগে মিয়ানমারের জাতীয়তাবাদী ও সামরিক সরকারের সমর্থক টিন্ট লিউইনকে ইয়াঙ্গুনের একটি চায়ের দোকানে মাথায় গুলি করে হত্যা করা হয়। এর আগে গত গ্রীষ্মে হামলার শিকারের পর থেকে তিনি পালিয়ে বেড়াতেন। 

গায়িকা কিয়াওকে গত ৩০ মে ইয়াঙ্গুনের ইয়ানকিন টাউনশিপে তাঁর বাড়ির পাশে গুলি করে গেরিলারা। গুলির পর তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সবাই ধারণা করেছিল তিনি মারা গেছেন। কিন্তু পরে তাঁকে হাসপাতেলে নেওয়া হলে গত ৬ জুন তিনি কমায় চলে যান। তাঁর পরিবার বিবিসিকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

কিয়াওয়ের মৃত্যুতে মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, একজন নিষ্পাপ নারীকে অমানবিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সামরিক সরকারের সমর্থক অন্য ১৭টি সংগঠনও এ ঘটনায় বিবৃতি দিয়েছে। মা বা থা নামের একটি জাতীয়তাবাদী বোড্ডিস্ট সংগঠন কড়া নিরাপত্তা দাবি করেছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!