হোম > বিশ্ব > এশিয়া

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত অন্তত ৩০

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন খবরটি জানিয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, হ্যানয়ের একটি নয়তলা ভবনে স্থানীয় সময় বুধবার রাতে এই আগুন লাগে। ভবনটিতে প্রায় ১৫০ জন বাসিন্দা ছিল।

হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি বলে রয়টার্সকে জানিয়েছেন হ্যানয়ের একজন পুলিশ কর্মকর্তা। তবে তিনি বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে হ্যানয় পুলিশের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দান ত্রি এবং সায়গন গিয়াই ফং জানিয়েছে, মৃতের সংখ্যা অন্তত ৩০।

টেলিভিশনে প্রচারিত রাতের ছবিতে দেখা গেছে, হোস পাইপ এবং মই নিয়ে কাজ করছিল অগ্নিনির্বাপক কর্মীরা। রাত ২টা বা ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ভু হোয়াং ফুং এর বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন থেকে বাঁচতে জানালা থেকে লাফ দিয়েছিলেন বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন এবং ছোট আকারের অ্যাপার্টমেন্ট ভবন এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নিনির্বাপক সকল ব্যবস্থা সম্পন্ন করার আহ্বান জানান।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!