Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে পরীক্ষার মুখে মুইজ্জুর ভারতবিরোধী নীতি

অনলাইন ডেস্ক

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে পরীক্ষার মুখে মুইজ্জুর ভারতবিরোধী নীতি

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ রোববার। আজকের এই নির্বাচনে চীনের প্রতি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিশ্বস্ততার পরীক্ষা করা হবে। পার্লামেন্টে বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহের ভারতপন্থী ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) আধিপত্য রয়েছে। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন মুইজ্জু।

সাদা সৈকত ও নির্জন রিসোর্টের পাশাপাশি একটি ভূরাজনৈতিক হটস্পটও হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত মালদ্বীপ। নিরক্ষীয় অঞ্চলজুড়ে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বিস্তৃত ১ হাজার ১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের মধ্য দিয়ে বৈশ্বিক পূর্ব-পশ্চিম শিপিং লেনগুলো অতিক্রম করে।

গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের প্রক্সি হিসেবে ৪৫ বছর বয়সী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আদালত দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড বাতিল করার পর চলতি সপ্তাহে মুক্তি পেয়েছেন ইয়ামিন।

পার্লামেন্ট নির্বাচনের পুরোদমে প্রচারণার মধ্যেই চলতি মাসে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সঙ্গে হাইপ্রোফাইল অবকাঠামো চুক্তি করেন মুইজ্জু। তাঁর প্রশাসন ৮৯ জন ভারতীয় সেনার একটি গ্যারিসন ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া করছে। এ সেনারা দ্বীপপুঞ্জের বিশাল সামুদ্রিক সীমান্তে টহল দেওয়ার জন্য নয়াদিল্লির উপহার দেওয়া পুনরুদ্ধার বিমান পরিচালনা করে।

মালদ্বীপের বর্তমান পার্লামেন্টে বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহের ভারতপন্থী ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) আধিপত্য রয়েছে। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন মুইজ্জু।

নাম প্রকাশে অনিচ্ছুক মুইজ্জুর এক জ্যেষ্ঠ সহযোগী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ রোববারের নির্বাচনে দলগুলোর ভোটের জন্য প্রচারণার পটভূমিতে ভূরাজনীতির প্রভাব রয়েছে। তিনি ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং তিনি এটি নিয়ে কাজ করছেন। তিনি ক্ষমতায় আসার পর থেকে পার্লামেন্ট তাঁকে সহযোগিতা করছে না।’

মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে আইন প্রণেতারা মন্ত্রিসভায় তাঁর মনোনীত তিনজনকে আটকে দিয়েছেন এবং তাঁর কিছু ব্যয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেসসহ (পিএনসি) প্রধান সব রাজনৈতিক দলে ভাঙন ধরার কারণে কোনো একক দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ নির্বাচনে প্রায় ২ লাখ ৮৫ হাজার মালদ্বীপবাসী ভোট দিতে পারবেন। পরের দিন ভোরের দিকে ফলাফল ঘোষণা করা হবে।

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড