হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়ার কাছ থেকে নতুন যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার

সাম্প্রতিক সময়ে আকাশ থেকে আক্রমণের পরিমাণ বাড়িয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। তাদের হামলায় প্রাণহানিও বেশ বেড়েছে। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির ৪টি সুখোই এসইউ–৩০ এসএম যুদ্ধবিমান পাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন স্থানীয় সময় আজ মঙ্গলবার বলেছেন, রাশিয়া সফরে গিয়ে জান্তা সরকার প্রধান জেনারেল মিন অং হ্লাইং নিজে রাশিয়ার ইরকুতস্ক কারখানায় যুদ্ধবিমানগুলোর উৎপাদন প্রক্রিয়া এবং পরীক্ষামূলক উড্ডয়ন দেখে এসেছেন। রাশিয়া সফর শেষে মিন অং হ্লাইং বলেছিলেন, ‘সেগুলোকে শিগগিরই সরবরাহ করা হবে।’

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের রাশিয়ার সঙ্গে ২০৪ মিলিয়ন ডলারের বিনিময়ে ৬টি যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করে মিয়ানমার। সেই চুক্তির আওতায় মিয়ানমারের জন্য ৬টি যুদ্ধবিমান তৈরি করে রাশিয়া। যার মধ্যে প্রথম দুটি চলতি বছরের মার্চে মিয়ানমারকে হস্তান্তর করেছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় বাকিগুলোও শিগগিরই সরবরাহ করা হবে।

এদিকে, জান্তা সরকারের এই ঘোষণার পরপরই আরও বেসামরিক প্রাণহানির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখলের পর মিয়ানমারে জান্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ২ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

মিয়ানমার দীর্ঘদিন ধরেই রাশিয়ার অস্ত্রের অন্যতম বিশাল বাজার। বিশেষ করে দেশটির জান্তা সরকার অস্ত্রশস্ত্রের জন্য রাশিয়ার ওপরই নির্ভরশীল ছিল। এ ছাড়া, মিয়ানমারে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বিশ্বের যে দেশগুলো ভ্রমণ করতে পারেন সেগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এই বিষয়টিও রাশিয়া–মিয়ানমারকে কাছে এনেছে। ক্ষমতা দখলের পর তিনবার রাশিয়া ভ্রমণ করা মিন অং হ্লাইং বারবার রাশিয়ার অস্ত্রের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ২৪৭ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়ার কাছে। এই সময়ে মিয়ানমার রাশিয়ার কাছ থেকে মিগ–২৯, ইয়াক–১৩০ কমব্যাট ট্রেইনার জেট, এমআই–১৭, এমআই–২৪ এবং এমআই–৩৫ কমব্যাট হেলিকপ্টার কিনেছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!