অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা নিয়ে শ্রীলঙ্কায় ছয়জনের রক্ত জমাট বাঁধার সমস্যা হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি আজ বুধবার পার্লামেন্টে বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ১০ লাখ শ্রীলঙ্কান এ পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। রাক্ত জমাট বেঁধের মৃত্যুর পরিপ্রেক্ষিতে টিকাদান কর্মসূচি স্থগিতের কোনো ঘোষণা সরকার এখনও দেয়নি।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৭ হাজার ৪৭২ জন, এর মধ্যে মারা গেছেন ৬২৫ জন।