হোম > বিশ্ব > এশিয়া

উপহারের লোভে ভিন্ন ভিন্ন জন্ম তারিখ দিয়ে একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে প্রেম 

জাপানি এক যুবক একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। উদ্দেশ্য ছিল, তাদের কাছ থেকে জন্মদিনে দামি দামি উপহার পাওয়া। এই লক্ষ্যে তিনি তাঁর প্রত্যেক প্রেমিকাকেই জানিয়েছেন ভিন্ন ভিন্ন জন্ম তারিখ। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি তাঁকে প্রতারণার দায়ে গ্রেপ্তার করেছে জাপান পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম তাকাশি মিয়াগাওয়া। উপহারের লোভে তিনি একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন এবং তাঁদের প্রত্যেককেই তিনি বলেছেন, তিনি এই সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক। মজার ব্যাপার হলো—তাকাশি তাঁর প্রত্যেক প্রেমিকাকেই তাঁর জন্মদিনের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাকাশি স্বীকার করেছেন, তিনি তাঁর প্রেমিকাদের কাছ থেকে এখন পর্যন্ত ১ লাখ ইয়েন মূল্যের বিভিন্ন উপহার ৩৬ হাজার ইয়েনের একটি দামি স্যুট পেয়েছেন।

যাই হোক, একপর্যায়ে তাঁর প্রেমিকারা তাকাশির জালিয়াতি ধরে ফলেন এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ গড়ে তোলেন। পরে নিজেদের মধ্যে পরামর্শ শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণা সন্দেহে অভিযোগ আনা হয়েছে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে, তাকাশি মিয়াগাওয়া ৪৭ বছর বয়সী এক প্রেমিকাকে তাঁর জন্মদিন বলেছেন ২২ ফেব্রুয়ারি, ৪০ বছরের অপর একজনকে বলেছেন জুলাইয়ের একটি তারিখ এবং ৩৫ বছরের এক নারীকে বলেছেন তাঁর জন্মদিন এপ্রিল মাসে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মিয়াগাওয়া জানিয়েছেন, তাঁর আসল জন্মদিন ১৩ নভেম্বর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াগাওয়া একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কাজ করতেন। তাঁর প্রতিষ্ঠান হাইড্রোজেন পানির শাওয়ারসহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে।

জাপানি সংবাদ সংস্থা মেইনিচি ব্রডকাস্টিং করপোরেশনকে এক ভুক্তভোগী নারী জানান, তাকাশি মিয়াগাওয়া তাঁদের দ্বিতীয় সাক্ষাতের সময়ই চুমু দেন। কিন্তু তিনি বিয়ের আগেই এমন কোনো সম্পর্কে জড়াতে চান না​ উল্লেখ করলে তাকাশি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে খুবই আন্তরিক এবং আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই।’ কিন্তু কথা রাখেননি তাকাশি।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!