হোম > বিশ্ব > এশিয়া

উপহারের লোভে ভিন্ন ভিন্ন জন্ম তারিখ দিয়ে একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে প্রেম 

অনলাইন ডেস্ক

জাপানি এক যুবক একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। উদ্দেশ্য ছিল, তাদের কাছ থেকে জন্মদিনে দামি দামি উপহার পাওয়া। এই লক্ষ্যে তিনি তাঁর প্রত্যেক প্রেমিকাকেই জানিয়েছেন ভিন্ন ভিন্ন জন্ম তারিখ। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি তাঁকে প্রতারণার দায়ে গ্রেপ্তার করেছে জাপান পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম তাকাশি মিয়াগাওয়া। উপহারের লোভে তিনি একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন এবং তাঁদের প্রত্যেককেই তিনি বলেছেন, তিনি এই সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক। মজার ব্যাপার হলো—তাকাশি তাঁর প্রত্যেক প্রেমিকাকেই তাঁর জন্মদিনের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাকাশি স্বীকার করেছেন, তিনি তাঁর প্রেমিকাদের কাছ থেকে এখন পর্যন্ত ১ লাখ ইয়েন মূল্যের বিভিন্ন উপহার ৩৬ হাজার ইয়েনের একটি দামি স্যুট পেয়েছেন।

যাই হোক, একপর্যায়ে তাঁর প্রেমিকারা তাকাশির জালিয়াতি ধরে ফলেন এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ গড়ে তোলেন। পরে নিজেদের মধ্যে পরামর্শ শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণা সন্দেহে অভিযোগ আনা হয়েছে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে, তাকাশি মিয়াগাওয়া ৪৭ বছর বয়সী এক প্রেমিকাকে তাঁর জন্মদিন বলেছেন ২২ ফেব্রুয়ারি, ৪০ বছরের অপর একজনকে বলেছেন জুলাইয়ের একটি তারিখ এবং ৩৫ বছরের এক নারীকে বলেছেন তাঁর জন্মদিন এপ্রিল মাসে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মিয়াগাওয়া জানিয়েছেন, তাঁর আসল জন্মদিন ১৩ নভেম্বর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াগাওয়া একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কাজ করতেন। তাঁর প্রতিষ্ঠান হাইড্রোজেন পানির শাওয়ারসহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে।

জাপানি সংবাদ সংস্থা মেইনিচি ব্রডকাস্টিং করপোরেশনকে এক ভুক্তভোগী নারী জানান, তাকাশি মিয়াগাওয়া তাঁদের দ্বিতীয় সাক্ষাতের সময়ই চুমু দেন। কিন্তু তিনি বিয়ের আগেই এমন কোনো সম্পর্কে জড়াতে চান না​ উল্লেখ করলে তাকাশি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে খুবই আন্তরিক এবং আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই।’ কিন্তু কথা রাখেননি তাকাশি।

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

১৩৫ বছরে ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন: অক্সফাম

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

সেকশন