অনলাইন ডেস্ক
আফগানিস্তানে মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তা আসার পথ অবশেষে উন্মুক্ত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির কাবুলসহ অন্য বিমানবন্দরগুলোয় এ জন্য বিশেষ করিডর খোলা হবে বলে আশা প্রকাশ করেছে দেশটিতে কাতারের বিশেষ দূত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলসহ যে কয়েকটি বিমানবন্দর এখনো সচল রয়েছে, সেগুলোয় মানবিক সহায়তা আসার পথ উন্মুক্ত করতে বিশেষ করিডর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খোলা হতে পারে।
পানশির উপত্যকা এলাকায় এখনো যুদ্ধ চললেও তালেবান সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এ অবস্থায় দেশটির অর্থনীতি ও মানবিক বিপর্যয় সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। আর মানবিক বিপর্যয় সামাল দিতে হলে জাতিসংঘসহ বিভিন্ন দেশের সহায়তা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আকাশপথ ছাড়া এই সাহায্য পৌঁছানোটা কঠিন। আর বিমানবন্দর পরিচালনার ক্ষেত্রে এখনো তেমন প্রস্তুত নয় তালেবান। এ অবস্থায় কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু আজ শুক্রবার আফগানিস্তানে কাতারের বিশেষ দূত অচিরেই এই সংকট নিরসনে করিডর খোলার কথা জানালেন।
এদিকে জাতিসংঘ আগেই জানিয়েছে তারা দেশটির কান্দাহার ও মাজার-ই-শরিফসহ বেশ কিছু এলাকায় ইসলামাবাদ থেকে বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়ার একটি পথ তৈরি করেছে।