Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

পানশিরে পতাকা উড়ালো তালেবান, আহমেদ মাসুদ পালিয়েছে বলছে এনডিটিভি

অনলাইন ডেস্ক

পানশিরে পতাকা উড়ালো তালেবান, আহমেদ মাসুদ পালিয়েছে বলছে এনডিটিভি

গত ১৫ আগস্ট অনেকটা সহজেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তবে পুরো আফগানিস্তানের দখল নিলেও গুরুত্বপূর্ণ পানশির প্রদেশ ছিল তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) নিয়ন্ত্রণে। পানশিরের দখল নিতে প্রতিরোধের মুখে পড়তে হয় তালেবানকে। অবশেষে পানশিরও নিজেদের কবজায় আনার দাবি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পানশির প্রদেশ জয় করার দাবি করেছে তালেবান। তাঁরা আজ সোমবার পানশিরের গভর্নর কার্যালয়ের সামনে পতাকা উড়ানোর একটি ভিডিও অনলাইনে শেয়ার করেছে। 

এদিকে তালেবানের গণমাধ্যম প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের নেতা আহমেদ শাহ মাসুদ তুরস্কে পালিয়ে গেছেন। পানশিরের দখল নিয়ে তালেবান ও এনআরএফের পাল্টাপাল্টি দাবির কয়েক ঘণ্টা পরেই আহমেদ শাহ মাসুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলো। 

তালেবানের অফিশিয়াল নিউজ চ্যানেল আলেমারার সাংবাদিক তারিক গজনওয়াল বলেন, 'পানশিরে ইন্টারনেট সংযোগ নেই। তাহলে কীভাবে আহমেদ শাহ মাসুদ ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পোস্ট করছেন। আহমেদ মাসুদ এখন তুরস্কে আছেন।' 

উল্লেখ্য, দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে এসেছে। এর আগে তাঁরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে। কিন্তু সে সময়েও পানশিরের দখল নিতে পারেনি তালেবান। সে হিসেবে এবারই প্রথম পানশির প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণে এলো।

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড