হোম > বিশ্ব > এশিয়া

জলদস্যুদের হাতে জিম্মি ২৩ পাকিস্তানিকে উদ্ধারের দাবি ভারতের

অনলাইন ডেস্ক

আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলারে জিম্মি থাকা ২৩ পাকিস্তানিসহ বেশ কয়েকজনকে উদ্ধারের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, দীর্ঘ ১২ ঘণ্টা অভিযানের পর জলদস্যুদের হাত থেকে তাঁদের উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৮ মার্চ সন্ধ্যায় ইরানি মাছ ধরার ট্রলার আল-কাম্বার-৭৮৬ এই জলদস্যু তৎপরতা চলছে এমন খবরের ভিত্তিতে ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ মোতায়েন করে, যাতে করে ছিনতাই হওয়া মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা যায়।’ 
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১২ ঘণ্টারও বেশি সময় ধরে বলপ্রয়োগমূলক কৌশলগত পদ্ধতিতে অভিযান চালানোর পর যেসব জলদস্যু নৌকাটিকে ছিনতাই করেছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।’ ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, নৌকাটিতে থাকা ২৩ পাকিস্তানিসহ সবাই নিরাপদে আছে। 
 
ভারতীয় নৌসেনারা নৌকাটি ঠিকঠাক আছে কি না এবং তা সাগরে থেকে মাছ ধরা কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে তদারক করে দেখেছে। একই সঙ্গে তাঁরা যাতে সাগরে নির্বিঘ্নে মাছ ধরা শেষে নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করার কথা বলা হয়েছে বিবৃতিতে। 

আল-কাম্বার থেকে একটি বিপৎসংকেত পেয়ে সেটির পিছু নেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধা। পরে যোগাযোগ করা হলে অপর একটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট আইএনএস ত্রিশূল যোগ দেয় ধাওয়ায়। ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনি দ্বীপ সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে থাকাকালে ৯ জন সশস্ত্র জলদস্যু আল-কাম্বারে ওঠে। পরে সেটিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন