হোম > বিশ্ব > এশিয়া

জাপানের বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমার বিস্ফোরণ, ৮৭ ফ্লাইট বাতিল

জাপানের একটি আঞ্চলিক বিমানবন্দরে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানে ফেলেছিল। বোমাটি বিস্ফোরণের ফলে ওই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে মাটির নিচ থেকে বোমাটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে বিমানবন্দরের একটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় নির্ধারিত অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়াজাকি বিমানবন্দরটি ‘কামিকাজে’ পাইলটদের জন্য একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। জাপানি ‘কামিকাজে’ পাইলটরা বিমান নিয়ে আত্মঘাতী হামলা পরিচালনা করত।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ভোরে বোমাটি বিস্ফোরিত হলে সাত মিটার চওড়া এবং এক মিটার গভীর একটি গর্ত তৈরি হয়। এই গর্তের জন্য প্রাথমিকভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল আবিষ্কার করে, বিস্ফোরিত বোমাটি মার্কিন নির্মিত। মাটির নিচে চাপা পড়ে থাকার কারণেই এটির বিস্ফোরণ ঘটেছে। দলটির ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী এই বোমাটি ফেলেছিল।

বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেছেন, গর্তটি পূরণ করার জন্য মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালে রানওয়েটি আবার চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

মিয়াজাকি শহরের ওয়েবসাইট অনুসারে, মিয়াজাকি বিমানবন্দরটি ১৯৪৩ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত একটি জাপানি নৌবাহিনীর ঘাঁটি ছিল। এখান থেকে শত শত তরুণ ‘কামিকাজে’ পাইলট তাঁদের জীবনের শেষ মিশনে যাত্রা করতেন।

জাপানের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিমানবন্দরে ইতিপূর্বে একাধিক অবিস্ফোরিত মার্কিন বোমা পাওয়া গেছে। শুধু এই বিমানবন্দরেই নয়, যুদ্ধ শেষ হওয়ার ৭৯ পার হলেও জাপানে এখনো মাঝেমধ্যে অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া যায়। ২০২৩ সালে দেশটিতে এ ধরনের অবিস্ফোরিত ২ হাজার ৩৪৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!