হোম > বিশ্ব > এশিয়া

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার লংকাবি দ্বীপে অনুষ্ঠিত আসিয়ান ফরেন মিনিস্টারস রিট্রিটে উপস্থিত নেতাদের একাংশ। ছবি: এএফপি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান গতকাল রোববার মিয়ানমারের জান্তা সরকারকে বলেছে, নির্বাচন অনুষ্ঠানের চেয়ে আগে দেশে শান্তি ফিরিয়ে আনা জরুরি। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিয়ান বলেছে, চলমান গৃহযুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা তাদের জন্য অগ্রাধিকার হওয়া উচিত নয়। জোটটি জান্তা সরকারকে সংলাপ শুরু এবং সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান মিয়ানমারের যুদ্ধরত পক্ষগুলোর প্রতি সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে জান্তার প্রতিনিধিকে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার কথা বলেছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার পক্ষে তিনি চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়ার লংকাবি দ্বীপে অনুষ্ঠিত আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাসান বলেন, ‘মালয়েশিয়া জানতে চায়, মিয়ানমার কী পরিকল্পনা করছে। আমরা তাদের বলেছি, নির্বাচন এখন অগ্রাধিকার নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধবিরতি।’

এর আগে, ২০২১ সালের শুরুর দিকে মিয়ানমারের সামরিক বাহিনী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকে দেশটি অস্থিতিশীল অবস্থায় আছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী প্রতিবাদ আন্দোলন ধীরে ধীরে সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে, যা এখন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বহুমুখী আক্রমণে বিপর্যস্ত অবস্থায় এবং অর্থনৈতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরও সামরিক জান্তা এ বছর নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। তবে সমালোচকেরা একে ‘প্রহসনমূলক নির্বাচন’ বলে অভিহিত করেছেন। তাঁদের বক্তব্য, এ ধরনের নির্বাচন মূলত সামরিক শাসকদের ক্ষমতা ধরে রাখার কৌশল।

মালয়েশিয়া ঘোষণা করেছে, সাবেক কূটনীতিক ওসমান হাশিমকে মিয়ানমারের সংকট বিষয়ে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারে প্রায় দুই কোটি মানুষ বিদেশি সাহায্যের জন্য নির্ভরশীল। মোহাম্মদ হাসান জানিয়েছেন, ওসমান শিগগিরই মিয়ানমার সফর করবেন। ওসমানের দায়িত্ব হবে মিয়ানমারের সব পক্ষকে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে রাজি করানো।

এদিকে, বেশ কয়েক বছর হলো আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনগুলো থেকে মিয়ানমারের সামরিক নেতাদের বাদ দিয়ে আসছে। কারণ, মিয়ানমার আসিয়ানের দেওয়া যুদ্ধবিরতি কার্যকর করার শর্ত মানেনি। এ বিষয়ে মোহাম্মদ হাসান বলেন, ‘আমরা চাই, মিয়ানমার পাঁচ দফা সমঝোতা মেনে চলুক, শত্রুতা বন্ধ করুক এবং সংলাপ শুরু করুক। এটা খুবই সহজ কথা। আমরা শুধু নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা চাই।’

অপর দিকে, মালয়েশিয়া যখন ১০ সদস্যের জোট আসিয়ানের সভাপতিত্ব করছে, তখন মিয়ানমার সংকট ছাড়াও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। এখানে আসিয়ানের সদস্য ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ভিয়েতনাম ও মালয়েশিয়া নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজের কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানিয়েছে। চীন বলছে, তারা নিজের জলসীমায় বৈধভাবে কাজ করছে।

দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের পণ্য পরিবহন হয়। এ সাগরের বেশির ভাগ অংশের ওপর সার্বভৌমত্ব দাবি করে চীন। চীন ও আসিয়ান এই অঞ্চলের জন্য একটি আচরণবিধি প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, আলোচনা ধীর গতিতে এগোচ্ছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান জানিয়েছেন, মন্ত্রীরা এ পর্যন্ত অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা ‘আচরণবিধি প্রণয়নের গতি দ্রুত করার প্রয়োজনীয়তার’ কথা জোর দিয়ে বলেছেন।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার রয়টার্সকে বলেছেন, সময় এসেছে আচরণবিধি–সংক্রান্ত বিতর্কিত ‘গুরুত্বপূর্ণ ইস্যুগুলো’ নিয়ে আলোচনা শুরু করার।

জাপানের অনেক প্রবীণ নারীর কাছে কারাগারই শেষ আশ্রয়স্থল

১৩৫ বছরে ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন: অক্সফাম

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

সেকশন