হোম > বিশ্ব > এশিয়া

এবার ‘স্পাই স্যাটেলাইট’ উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

এবার ‘স্পাই স্যাটেলাইট’ স্যাটেলাইট উৎক্ষেপণের ‘গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আগামী বছরের এপ্রিলের মধ্যে এই স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে দেশটির। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

স্থানীয় সময় সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ উন্নয়ন প্রশাসন রোববার (১৮ ডিসেম্বর) এ পরীক্ষা চালিয়েছে। দেশটির উত্তর পিয়ংগান প্রদেশের চোলসান এলাকার সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। 

কেসিএনএ’র তথ্য অনুযায়ী, একাধিক ক্যামেরা, ইমেজ ট্রান্সমিটার ও রিসিভার, নিয়ন্ত্রণ ডিভাইস, স্টোরেজ ব্যাটারিসহ ৫০০ কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটে ছবি ধারণের সক্ষমতা, ডেটা সঞ্চালন ও গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম পর্যালোচনা করার উদ্দেশ্যে এ পরীক্ষা চালানো হয়। 

উত্তর কোরিয়ার মহাকাশ প্রশাসনের মুখপাত্র কেসিএনএকে বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নির্দেশক যেমন—মহাকাশ পরিবেশে ক্যামেরা অপারেটিং প্রযুক্তি, ডেটা সঞ্চালন এবং যোগাযোগ ডিভাইসের সঞ্চালন ক্ষমতা, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের ট্র্যাকিং এবং নির্ভুল নিয়ন্ত্রণ নিশ্চিত করেছি।’ 

ওই মুখপাত্র আরও জানান, ২০২৩ সালের এপ্রিল নাগাদ প্রথম সামরিক ‘স্পাই স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। 

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ বলেছে, রাজধানী সিউল ও পার্শ্ববর্তী শহর ইনচিওনের স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে কেসিএনএ। ছবিগুলো ওই ‘স্পাই স্যাটেলাইট’ থেকেই তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে রোববার কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে তত্ত্বাবধান করেছেন। এ দুটি ক্ষেপণাস্ত্র টংচাং-রির সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ড থেকে পরিচালনা করা হয়েছে। 

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন