হোম > বিশ্ব > এশিয়া

আফগান নাগরিকদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের ক্ষমতা দখলের খবরে আফগান নাগরিকদের একটি অংশ দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে ভিড় করে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, যে যেভাবে পারছেন বিমানে চড়ছেন। এমনকি চলন্ত বিমান থেকে দুজনকে নিচে পড়তেও দেখা যায়। এবার আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দরে যাওয়া ঠেকাতে চেকপোস্টগুলোতে বাধা দিচ্ছে তালেবান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরটি এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সাড়ে চার হাজার মার্কিন সেনা সক্রিয় রয়েছে। কিন্তু কাবুলের সকল রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে তালেবান। তাঁরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বসানো চেকপোস্টে আফগান নাগরিদের তল্লাশি করে করে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে। 

বিশেষ করে যাদের বিমানে চড়ার কাগজপত্র নেই তাঁদের বাধা দেওয়া হচ্ছে। তবে যথাযথ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকেই বিমানবন্দরে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ আছে। এমন পরিস্থিতিতে তালেবানের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরে পৌঁছাতে আফগান নাগরিকদের অনেক বেগ পেতে হচ্ছে। 

তালেবান সদস্যদের বাধা পার হওয়ার চেষ্টা করা এক ব্যক্তি বলেন, “এটি পুরোপুরি একটি বিপর্যয়। তালেবানরা শূন্যে গুলি ছুড়ছে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে-৪৭ রাইফেল দিয়ে পেটাচ্ছে। 

এদিকে আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত ১৫ আগস্ট ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।    

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড