হোম > বিশ্ব > এশিয়া

কিরগিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে ২৪ জনের মৃত্যু, আহত ৮৭ 

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। 

বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে। 

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। 

তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!