হোম > বিশ্ব > এশিয়া

চীনে আরেক বিলিয়নিয়ার ব্যবসায়ী নিখোঁজ

অনলাইন ডেস্ক

বিনিয়োগ ব্যাংক চায়না রেনেসাঁর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বাও ফ্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ শুক্রবার থেকে সিইওর সঙ্গে কোনো ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তিনি কোথায় আছেন সে ব্যাপারে কেউ তথ্য দিতেও পারছেন না।

চীনে প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি খবরদারি বাড়ানোর পর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এর আগে ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হয়েছিলেন। বেশ কিছুদিন পর তিনি ভিডিও বার্তায় তাঁর অবস্থান জানান দেন। এখন নিজের সব প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে সরে গেছেন।

এমন হাইপ্রোফাইল ব্যবসায়ীদের নিখোঁজ হয়ে যাওয়ার সর্বশেষ ঘটনা জানা গেল আজ। যদিও সরকার বা নিখোঁজের পর বেরিয়ে আসা লোকেরা এ নিয়ে মুখ খোলেন না।

চায়না রেনেসাঁ আজ হংকং স্টক এক্সচেঞ্জে ঘোষণা দেয়, কোম্পানির পক্ষ থেকে বাও ফ্যানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে এ সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে দুই দিন আগে থেকেই ৫২ বছর বয়সী ওই বিলিয়নিয়ার ব্যবসায়ীর খোঁজ মিলছে না।

এদিকে সিইও নিখোঁজ হওয়ার খবরে চায়না রেনেসাঁর শেয়ারের দাম ৫০ শতাংশ পড়ে গেছে।

কে এই বাও ফ্যান? 
চীনের প্রযুক্তি শিল্পে বাও ফ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি একটি করপোরেট বিনিয়োগ ব্যাংকের প্রধান। রাইড শেয়ারিং অ্যাপ ডিডি এবং ই–কমার্স জায়ান্ট জেডি ডটকমসহ বেশ কয়েকটি কোম্পানির একীভূতকরণ এবং পুঁজিবাজারে তালিকাভুক্তির পেছনে বাও ফ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 ২০০৫ সালে চায়না রেনেসাঁ প্রতিষ্ঠার আগে মর্গান স্ট্যানলি এবং ক্রেডিট সুইসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন বাও। চায়না রেনেসাঁ হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ২০১৮ সালে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন