হোম > বিশ্ব > এশিয়া

জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’, অল্পের জন্য বাঁচলেন তিনি

অনলাইন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাঁকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রধানমন্ত্রী কিশিদা আজ শনিবার ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে। 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়ে দিতে দেখেছেন। তার পরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। 

এনএইচকের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওয়াকাইয়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়। 

এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকেই রয়েছেন। জি-৭ সম্মেলনের আগে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন