অনলাইন ডেস্ক
গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি প্রতিরক্ষাবিষয়ক বৃহৎ একটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করবে জাপানের অন্যতম বড় বাণিজ্য সংস্থা ইতোচু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতোচু করপোরেশনের অ্যাভিয়েশন ইউনিট ফেব্রুয়ারির শেষ নাগাদ ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস লিমিটেডের সঙ্গে কৌশলগত সহযোগিতা শেষ করবে।
ইতোচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা রোধ এবং বেসামরিকদের সাহায্যের জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব আদালত গত মাসে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পর ইতোচু সহযোগিতা শেষ করার পরিকল্পনা করেছে।
হাচিমুরা আরও বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত গত ২৬ জানুয়ারি ইসরায়েলকে যে আদেশ দিয়েছেন, তা বিবেচনায় নিয়ে আদালতের ভূমিকাকে সমর্থন করেছে জাপান সরকার। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শক্রমে আমরা ইতিমধ্যেই এলবিট সিস্টেমের সঙ্গে নতুন এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষ নাগাদ এমওইউ শেষ করার পরিকল্পনা করেছি।’
ইতোচু এভিয়েশন, এলবিট সিস্টেমস এবং নিপ্পন এয়ারক্রাফট সাপ্লাই (এনএএস) গাজায় সহিংসতা শুরুর সাত মাস আগে ২০২৩ সালের মার্চে কৌশলগত সহযোগিতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল।
গত মাসে দক্ষিণ আফ্রিকার করা মামলায় গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসরায়েলের প্রতি নির্দেশ দেন বিশ্ব আদালত বা আইসিজে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচার হামলা বন্ধে বা যুদ্ধবিরতির জন্য কোনো নির্দেশ দেননি বিশ্ব আদালত।
আদালত বলেছেন যে, ইসরায়েলকে অবশ্যই তার সামরিক অভিযানের ফলে সৃষ্ট মৃত্যু ও ধ্বংস সীমিত করতে হবে। সেই সঙ্গে, গণহত্যার প্ররোচনা রোধ, প্ররোচনাকারীদের শাস্তি এবং মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলকে আদেশ দিয়েছেন আদালত।
ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিটের সঙ্গে অংশীদারত্বের কারণে গত জানুয়ারি থেকেই জাপানের রাজধানী টোকিওতে বেশ কয়েকটি বিক্ষোভের মুখে পড়ে ইতোচু। এলবিটের সঙ্গে চুক্তির কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় ইতোচুর ফ্যামিলি মার্ট চেইনের বিরুদ্ধে বয়কটের ডাকও দেওয়া হয়।
হাচিমুরা গত সোমবার এলবিটের সঙ্গে চুক্তিটি ব্যাখ্যা করতে গিয়ে বিনিয়োগকারীদের বলেন, জাপানের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা বাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম আমদানির উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে অংশীদারত্বটি করা হয়েছিল।
গত নভেম্বরে এলবিটের সিইও বেজহালেল মাচলিস বলেছিলেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য তাঁরা উৎপাদন বাড়িয়েছেন। মূলত, ইসরায়েলি বাহিনী এলবিটের পরিষেবাগুলো ব্যাপকভাবে ব্যবহার করে বলেও সে সময় বলেন মাচলিস।