হোম > বিশ্ব > এশিয়া

ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে চীনা নারীর মৃত্যু 

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ‘নীল আগুন’-এর আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় গর্তে পরে ৩১ বছর বয়সী এক চীনা নারী মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের মতে, হুয়াং লিহং নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে গত শনিবার ঘুরতে গিয়েছিলেন। 

পুলিশ জানিয়েছে, সূর্যোদয় দেখার জন্য তাঁরা আগ্নেয়গিরির কাছে চলে গিয়েছিলেন। ৭৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন ওই নারী। এই মৃত্যুকে তাঁরা দুর্ঘটনা হিসেবে নিয়েছেন। 

যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন, সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন, তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় যান। এরপর ফিরে আসার সময় তাঁর পোশাকে পা লেগে ছিটকে গর্তে পড়ে যান। 

উল্লেখ্য, ইজেন আগ্নেয়গিরি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট ‘নীল আগুন’-এর জন্য পরিচিত। 

দ্য ইনডিপেনডেন্টের মতে, ২০১৮ সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট ইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। 

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন