হোম > বিশ্ব > এশিয়া

রাজার সমালোচনা করায় থাইল্যান্ডের সংসদ সদস্যের কারাদণ্ড

রাজা ও রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডের এক সংসদ সদস্যকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজতন্ত্রকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টের কারণে আইনপ্রণেতা রুকচানোক স্রিনোককে গতকাল বুধবার এ সাজা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মী থেকে রাজনীতিকে পরিণত হওয়া ২৯ বছর বয়সী রুকচানোক স্রিনোক প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আদালতের বিবৃতিতে বলা হয়, ২০২০ সালে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া একটি পোস্টে সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, রাজতন্ত্রের ভাবমূর্তি বাড়ানোর উদ্দেশ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিতরণ করা হয়েছিল। এতে রাজতন্ত্রকে অবমাননা করা হয়েছে।

টুইটারে আরেকটি পোস্ট শেয়ার করেছিলেন রুকচানোক। ওই পোস্টের মাধ্যমে রাজার প্রতি ‘মারাত্মক বিদ্বেষ’ প্রদর্শন করা হয়েছে বলে আদালত বলেছেন।

সংসদীয় দায়িত্ব পুনরায় শুরু করার অনুমতি দিয়ে রুকচানোককে জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী বিরানান হুয়াদস্রি। ৫০ হাজার থাই বাত (১৩ হাজার ৯৬০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে রুকচানোক এই শর্তে জামিন পেয়েছেন যে, তিনি আর এই অপরাধ করবেন না। তবে এই রায়ের বিরুদ্ধে রুকচানোক আপিল করবেন বলেও জানান তার আইনজীবী।

আদালত তার বিবৃতিতে বলেছেন যে, শুনানিতে রুকচানোক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতেও হাজির হননি। একজন থাই নাগরিক হিসেবে রুকচানোকের এই আচরণকে অস্বাভাবিক বলেছেন আদালত। কারণ, দেশটিতে রাজাকে সম্মান করা এবং সাজা এড়ানোর চেষ্টা করাকে আবশ্যক হিসেবে দেখা হয়।

থাইল্যান্ডের লেস-ম্যাজেস্টে আইনকে বিশ্বের অন্যতম কঠোর আইন হিসেবে ধরা হয়। রাজা, রানি, উত্তরাধিকারী এবং রাজতন্ত্রকে সমালোচনা থেকে রক্ষা করে এই আইন। রাজতন্ত্রকে কেউ অপমান করলে তাকে এই আইনের অধীনে ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে।

থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে অন্তত ২৬২ জনের বিরুদ্ধে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!