হোম > বিশ্ব > এশিয়া

বড়দিনে ১০০০ কয়েদিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় এক হাজারেরও বেশি কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। আজ সোমবার বড়দিন উপলক্ষে ১ হাজার ৪ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা কমিশনার। 

কারা কমিশনার গামিনি দিসানায়াকে বলেন, মুক্তি পাওয়া কয়েদিরা জরিমানা পরিশোধ করতে না পারার কারণে কারাগারে ছিলেন। 

শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠই বৌদ্ধ ধর্মাবলম্বী। গত মে মাসে বুদ্ধের জন্মদিন, বোধিপ্রাপ্তি ও মৃত্যু উপলক্ষেও একই সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 

এর আগে সপ্তাহব্যাপী যৌথ মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করে। বড়দিনের আগের সন্ধ্য়া পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এরপরই কারাবন্দীদের ক্ষমার ঘোষণাটি আসে। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ১৩ হাজার ৬৬৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার ১০০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে এবং বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য একটি সামরিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। 

দ্বীপরাষ্ট্রটির কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দী। গত শুক্রবার পর্যন্ত দেশটির কারাগারে ৩০ হাজার বন্দী ছিল। অথচ কারাগারগুলোতে মাত্র ১১ হাজার বন্দী রাখার মতো ব্যবস্থা রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ রয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!