আফগানিস্তানে সরকারি সেনাদের হটিয়ে প্রতি দিনই নতুন নতুন এলাকার দখল নিচ্ছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। সেনা এবং তালেবানদের এই লড়াইয়ে মধ্যে নিহত হচ্ছেন আফগানিস্তানের বহু সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে শান্তির খোঁজে নতুন করে বৈঠক শুরু করল আফগানিস্তান সরকার এবং তালেবান। কাতারের রাজধানী দোহায় আজ শনিবার শুরু হয়েছে দু’পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এই বৈঠক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। এদিকে তালেবানদের পক্ষ থেকেও কাতারের শান্তি-বৈঠকের কথা স্বীকার করা হয়েছে।
তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তরিক মনোভাব নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে সরকারকেও ইতিবাচক মনোভাব দেখাতে হবে।
আফগান সরকারের মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেন, দু’পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে এসেছে। আমরা আশা করছি উভয় পক্ষই একটি ফলাফলে পৌঁছাবেন এবং আফগানিস্তান দীর্ঘস্থায়ী শান্তি আমরা দেখতে পারব।