Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

বিল পাসের চার বছর পর ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর

অনলাইন ডেস্ক

বিল পাসের চার বছর পর ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর

বিল পাসের চার বছর পর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। লোকসভা ভোটের তফসিল ঘোষণার আগেই আজ সোমবার সন্ধ্যায় আইনটি বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

প্রথমবারের মতো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান সংক্রান্ত এই আইন পাসের পর ২০১৯ সালে দেশটিতে ব্যাপক সহিংসতা দেখা দেয়। বিরোধী রাজনৈতিক দল এবং বিজেপির নিয়ন্ত্রণের বাইরে থাকা রাজ্যগুলোর মুখ্য মন্ত্রীদের সহিংস প্রতিবাদ এবং তীব্র প্রতিরোধ দেখা যায় সে সময়। ওই বিক্ষোভে শতাধিক মানুষ নিহত হয়।

এনডিটিভি বলেছে, বিজ্ঞপ্তিটি জারি হওয়ায় এখন ভারতে বসবাসরত যেসব অমুসলিম অভিবাসী যারা ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তাদের নাগরিকত্ব দিতে পারবে বিজেপি সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে, নিয়মগুলো প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যেই একটি অনলাইন পোর্টাল তৈরি হয়েছে। আবেদনকারীরা ভ্রমণের নথি ছাড়াই প্রবেশের বছর প্রকাশ করতে পারবেন। এ জন্য কোনো অতিরিক্ত নথি প্রয়োজন হবে না।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ কার্যকর প্রসঙ্গে এক মাসের কম সময় আগে ঘোষণা দিয়েছিলেন যে, ‘অবশ্যই বিজ্ঞপ্তি জারি করা হবে।’ তিনি বলেছিলেন, ‘সিএএ দেশের একটি আইন। এটা অবশ্যই বাস্তবায়ন করা হবে। নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে এবং এটা নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।’

অমিত শাহ সে সময় বলেন, ‘আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে এবং প্ররোচিত করা হচ্ছে। সিএএ শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে এসেছেন। এটি কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।’

সোমবার ভারতীয় নাগরিকদের বিভ্রান্তি এড়াতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়—যারা ভারতীয় নাগরিক, তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই প্রণীত হয়েছে এই আইন।

২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই মোদি সরকার ঘোষণা করেছিল, ভারতে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। সেই অনুয়ায়ী সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার। ওই বছরের ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করেন।

২০১৯ সালের জাতীয় ও বিভিন্ন রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল নাগরিকত্ব সংশোধনী আইন। এবার যখন দেশটির লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি তখন এই আইনের বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলো। এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি টানা তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভারতের পুরোনো আইন নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির সরকার। এতে বলা হয়েছে, বাইরে থেকে আসা ব্যক্তিরা এই আইনে আগের চেয়ে অনেক দ্রুত নাগরিকত্ব পাবেন। পুরো প্রক্রিয়াটি সাত বছরের মধ্যে সম্পন্ন হবে। বলা হয়েছে, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতে নাগরিক হওয়ার সুযোগ পাবেন। এই আইনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের কথা বলা হয়েছে। তবে আক্রান্ত মুসলিমদের কথা বলা হয়নি।

ক্ষমতাচ্যুত রাজাকে স্বাগত জানাতে র‍্যালি, পরিবেশের ক্ষতি করার দায়ে জরিমানা লাখ রুপি

১৫০ কোটি ডলারের ক্রিপটো চুরি, ৩০ কোটি তুলে নিয়েছে উ. কোরিয়ার হ্যাকাররা

রোহিঙ্গাদের দৃষ্টিতে অং সান সু চি কেমন

‘বিপজ্জনক’ আফগানিস্তানে ট্রাভেল ভ্লগারদের ভিড়, রমরমা কনটেন্ট বাণিজ্য

থ্রি ডি প্রিন্ট প্রযুক্তি: ৫ সপ্তাহে বহুতল ভবন নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার আহমেদ মাহিল

বহু নাটকীয়তার পর মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা