অনলাইন ডেস্ক
তিন বছরের মেয়েশিশুকে ভালুকের সামনে ফেলে দিলেন এক মা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে। পরে সন্তানকে হত্যাচেষ্টার মামলায় ওই মাকে আসামি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, তাসখন্দ চিড়িয়াখানার মর্মান্তিক ফুটেজে দেখা যাচ্ছে, ভালুকের সামনে ফেলার আগে মা তাঁর মেয়েটিকে রেলিংয়ের ওপর ঝুলিয়ে রেখেছিলেন।
জুজু নামের ভালুকটি তখন ওই ঘেরের মধ্যে ঘুরছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটিকে ঘেরে ফেলে দেওয়ার পর ভালুকটি কাছে গিয়েছিল এবং তাকে শুঁকছিল। তবে শেষ পর্যন্ত ভালুকটি ওই শিশুর কোনো ক্ষতি করেনি।
পরে চিড়িয়াখানার কর্মীদের তৎপরতায় ওই শিশুকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা হয়, চিড়িয়াখানার ছয়জন কর্মী ওই ঘেরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১৫ বছরের জেল হতে পারে।
চিড়িয়াখানার মুখপাত্র বলেন, একজন নারী একটি ছোট মেয়েকে একটি বাদামি ভালুকের ঘেরে সমস্ত দর্শনার্থীর সামনে নিক্ষেপ করে।