Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ব্রিকসে যোগ দিতে আরও ৪০ দেশ লাইনে আছে: দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

ব্রিকসে যোগ দিতে আরও ৪০ দেশ লাইনে আছে: দক্ষিণ আফ্রিকা

রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।

বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’

তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’

তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।

উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার