হোম > বিশ্ব > এশিয়া

একটি থিয়েটার গ্রুপে সাহসের দেখা পেলেন এই তুর্কি নারীরা

অনলাইন ডেস্ক

উর্কমেজ থিয়েটারের নারী সদস্যরা। ছবি: ডেইলি সাবাহ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির অঞ্চলের একটি জেলা সেফেরিহিসার। এই জেলারই একটি থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়েছেন স্থানীয় কিছু নারী। তাঁরা আবিষ্কার করেছেন, শিল্পের শক্তির ভেতরেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস এবং সামাজিক মিথস্ক্রিয়া।

বৃহস্পতিবার ডেইলি সাবাহ জানিয়েছে, ইজমিরের গ্রাম থিয়েটার শিল্পের অন্তর্ভুক্ত ‘উর্কমেজ’ নামে ওই থিয়েটারে সব বয়সী নারী-পুরুষ অংশ নিতে পারেন। থিয়েটারের নারীদের একজন হলেন ৭৫ বছর বয়সী আয়ে দুরুক। নিজের মেয়ে এবং নাতনির সঙ্গে তিনি ওই থিয়েটারে যোগ দিয়েছিলেন।

আয়ে দুরুক জানিয়েছেন, অতীতে তিনি গ্রামের কফিহাউসের পাশ দিয়ে হাঁটতে গেলেও লজ্জা পেতেন। এখন সেই কফিহাউসে তিনি একজন সম্মানিত মানুষ। দুরুক বলেন, ‘আগে আমি কফিহাউসের পাশ দিয়ে যেতে ইতস্তত বোধ করতাম। কিন্তু থিয়েটারে যোগ দেওয়ার পর আমি সেখানে অভিনয়ও করেছি। লোকেরা আমাকে চিনেছেন এবং আমাকে সম্মানের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি।’

থিয়েটারের আরেক সদস্য ৮৫ বছরের মুজগান হাসদেমির। ৬৫ বছর সংসার করার পর পাঁচ মাস আগেই তিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। উর্কমেজ থিয়েটারে যোগ দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মুজগান। তিনি বলেন, ‘স্বামীকে হারানোর পর, আমি শূন্যতা অনুভব করেছিলাম। পরে তুর্কি শাস্ত্রীয় সংগীতের কোর্সে যোগ দিয়েছিলাম এবং এই থিয়েটার সম্পর্কে শুনেছিলাম। অভিনয় আমার দিগন্তকে প্রশস্ত করেছে। আগে নিজেকে খুব ছোট মনে হতো। এই থিয়েটারে গত সপ্তাহেই আমার ৮৫ তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে।’

উর্কমেজ থিয়েটারে যোগ দিয়েই সন্তান হারানোর দুঃখ ভুলতে পেরেছেন ৭৪ বছর বয়সী এমিন কির। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার দুঃখের কারণে আমি এটা করতে পারব না। কিন্তু এখানে এখন তিন বছর ধরে আছি। আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমি আবার ২৫ বছর বয়স অনুভব করি। আমি হয়তো শিক্ষিত নই, তবে আমি নিজের ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করি।’

৫৯ বছর বয়সী গুলে এরদোগান ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নিবিড় পরিচর্যা ইউনিটে ৪৭ দিন থাকার পরও তিনি ওই থিয়েটার গ্রুপে যোগ দিয়েছিলেন। গুলে জানান, থিয়েটার তাঁকে সুস্থ হতে সাহায্য করছে। তিনি বলেন, ‘সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে এটি আমাকে শক্তি দিয়েছে।’

উর্কমেজ থিয়েটারের একজন পুরুষ অভিনেতা হলেন তেজকান আলকুত। তাঁর বয়স ৮১ বছর। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালে এই দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, ‘থিয়েটার আমার যৌবনের আবেগ ছিল। উর্কমেজে আমি এটিকে পেয়েছি। এখানে আমার থেরাপি হয়ে গেছে।’

উর্কমেজ থিয়েটারের কার্যকলাপ সম্পর্কে ইজমিরের গ্রাম থিয়েটার আর্ট কোঅর্ডিনেটর ভেদাত মুরাত গুজেল বলেন, ‘আমাদের অডিশন নেই। আমরা বিশ্বাস করি, মঞ্চে প্রত্যেকেরই একটি নিজস্ব জায়গা আছে। এই নাটকগুলো শুধুমাত্র অভিনয় নয়, অংশগ্রহণকারীদের জন্য একটি থেরাপিরও অংশ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক কার্যকলাপ, যা সমাজকে শক্তিশালী করে।’

থিয়েটার গ্রুপটি মূলত নারীদের গল্পকেই মঞ্চে নিয়ে আসার দিকে মনোনিবেশ করে। গুজেল বলেন, ‘আমরা এমন নাটক নির্বাচন করি, যা নারীদের সমস্যা সমাধান করে এবং আমরা নারীদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করি। নারীরা থিয়েটারের মাধ্যমে তাদের কণ্ঠস্বর খুঁজে পায় এবং আরও পরিণত হয়। কথা বলার সাহস পায়।’

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন