অনলাইন ডেস্ক
নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে নতুন ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্র। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের কাবুলে প্রবেশ, প্রেসিডেন্ট প্যালেস দখলের পর এ বিমান চালুর সিদ্ধান্ত নেয় দেশটি। আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে নাগরিকদের ফেরাতে আজ সোমবার ভারতের ফ্লাইটগুলোও চালু করা হবে।
ইউনাইটেডের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'পরিস্থিতির প্রকৃতি গতিশীল হওয়ায় আমরা আফগানিস্তানের আকাশসীমার আশপাশের ফ্লাইট গুলিকে রুট করা শুরু করেছি। উদ্ভূত পরিস্থিতিতেও আমরা কীভাবে পরিষেবা অব্যাহত রাখব তা নির্ধারণের জন্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন "ঘনিষ্ঠভাবে কাজ করা চালিয়ে যাবে"।'
এর আগে ২৫ জুলাই মার্কিন উড়োজাহাজ গুলিকে কাবুল ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের ২,০০০, ০০০ ফিটের নিচে উড়তে নিষেধ করেছে এফএএ।' চরমপন্থী/জঙ্গি কার্যকলাপের ঝুঁকি এড়াতে এ পরামর্শ দেওয়া হয়'।
ইউনাইটেড ছাড়াও ফ্লাইদুবাই এবং এমিরেটসও কাবুলের ফ্লাইট স্থগিত করেছে। এই রুটে যারা টিকিট কিনেছেন তাঁদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
এর মাঝেও রোববার গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যে বেসামরিক ও সামরিক ফ্লাইট ব্যবহার করে মার্কিন কর্মী, স্থানীয় কর্মচারী, তাঁদের পরিবার এবং 'বিশেষ করে দুর্বল আফগান নাগরিকদের' দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে সুরক্ষিত করার জন্য তাঁরা কাজ করে যাচ্ছে।
এর আগে রোববার এমিরেটস এয়ারলাইন ফ্লাইট ইকে ৬৪০, বোয়িং ৭৭৭-৩০০ ফ্লাইট কাবুলের কাছাকাছি গিয়ে দুবাই ফিরে আসেন। কাবুলে মার্কিন দূতাবাস বিমানবন্দরে আগুন লাগার খবর জানালে বিমান দুটির রুট বদলাতে বাধ্য হয়।