Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা শনাক্তে রেকর্ড

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা শনাক্তে রেকর্ড

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৭১ জনের। মহামারি শুরুর পর দেশটিতে এটিই এক দিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। 

দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির (কেডিসিএ) বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন দ্রুতগতিতে দেশটিতে ছড়িয়ে পড়ার কারণেই সংক্রমণের এই ঊর্ধ্বগতি। যদিও দেশটিতে সংক্রমণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। 

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতে দেশটিতে এক দিনে ৭ হাজার ৮৪৮ জন করোনা শনাক্ত হয়েছিলেন। মঙ্গলবারের আগে সেটিই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৯ হাজার ৯৭৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৮৮ জন। 

উল্লেখ্য, এরই মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৯৫ শতাংশই টিকার দুই ডোজ নিয়েছেন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫৮ শতাংশ মানুষ। 

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার