Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে আরও দুই কট্টর তালেবান নেতা 

অনলাইন ডেস্ক

আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে আরও দুই কট্টর তালেবান নেতা 

কজনকে নিয়োগ দিয়েছে তালেবান। এদের মধ্যে দুজন কট্টরপন্থী তালেবান নেতা রয়েছেন, যাঁরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপস্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সদর ইব্রাহিম। 

 জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ দুই কট্টরপন্থী নেতাই সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের ঘনিষ্ঠ ছিলেন। 

এর আগে তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানিসহ বেশ কয়েকজন কট্টরপন্থী নেতাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বলা হয়,  জাকির এবং সদর আফগান রণক্ষেত্রে সরাসরি যোদ্ধাদের নির্দেশনা দিয়েছেন। মাহাজ নামে তাঁরা নিজেরাই একটি বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, যা বিভিন্ন প্রদেশে তাঁদের অভিযান চালিয়েছে। 

 জাকির কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দী ছিলেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের  ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালানোর পর জাকিরকে আটক করা হয়। ২০০৭ সাল পর্যন্ত তিনি গুয়ানতানামো বে কারাগারেই ছিলেন।

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড

১৯০০ কোটি টাকার দুর্নীতি: সিঙ্গাপুর থেকে ইন্দোনেশীয়কে ফেরতের প্রক্রিয়া শুরু

আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ক্ষমতাচ্যুত রাজাকে স্বাগত জানাতে র‍্যালি, পরিবেশের ক্ষতি করার দায়ে জরিমানা লাখ রুপি

১৫০ কোটি ডলারের ক্রিপটো চুরি, ৩০ কোটি তুলে নিয়েছে উ. কোরিয়ার হ্যাকাররা