হোম > বিশ্ব > এশিয়া

করাচি বিমানবন্দরে বিস্ফোরণ নিহত ৩

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী। 

করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল। পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে বলেছেন, বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। ফলে করাচির অনেক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিমানবন্দরে প্রবেশের পর বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়। 

এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস। 

করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ফলে বিমানবন্দরে অবস্থানরত অন্তত সাতটি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আজফার মাহেসার বলেন, বিস্ফোরণের যে ধরন তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে। 

এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দলটি পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা নাগরিকদের ওপর আরও হামলা চালিয়েছে। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!