Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় পুলিশের জ্যেষ্ঠ ডিআইজিকে পেটাল বিক্ষুব্ধ জনতা 

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় পুলিশের জ্যেষ্ঠ ডিআইজিকে পেটাল বিক্ষুব্ধ জনতা 

শ্রীলঙ্কায় এবার বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেশবন্ধু টেনাকুন । বিক্ষোভকারীরা তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানী কলম্বোর বেইরা হ্রদের কাছে এ ঘটনা ঘটে।

শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।  

এদিকে গণবিক্ষোভের মুখে সপরিবার নৌঘাঁটিতে পালালেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত একটি সূত্র এনডিটিভিকে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে হেলিকপ্টারে করে নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। যদিও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে এখনো পদত্যাগ করেননি।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সমগি জনা বালাওয়েগয়া (এসজেবি) প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের অংশ হওয়ার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে। দলটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। 

মাহিন্দা রাজপক্ষের সমর্থকেরা গতকাল লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সহিংসতা শুরু হয়।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার