হোম > বিশ্ব > এশিয়া

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

২০২০ সালে অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জান্তা সেনা। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 
এই অভিযোগেই মিয়ানমারে অভ্যুত্থান ঘটিয়েছিল মিয়ানমারের সেনারা। 

স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

এরই মধ্যে সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের জেল হতে পারে সু চির। 

সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের সময় দেশটির নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন সু চি। আগামী ছয় মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে। 

ওই সূত্র আরও জানায়, মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও এই অভিযোগে অভিযুক্ত হবেন।

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর তৎকালীন নির্বাচন কমিশনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফল গত বছর জুলাইতে বাতিল করে জান্তা সরকার। তাদের দাবি, প্রায় এক কোটি ২০ লাখ ভোট জালিয়াতি হয়েছে। 

তবে স্বাধীন পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ওই নির্বাচন ছিল নিরপেক্ষ ও সুষ্ঠু। 

মিয়ানমার জান্তা সরকার ২০২৩ সালের আগস্টের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞা করেছে। 

অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সু চিকে এরই মধ্যে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালেবান-যুক্তরাষ্ট্র বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন

যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী: চীন

জাপানের অনেক প্রবীণ নারীর কাছে কারাগারই শেষ আশ্রয়স্থল

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

১৩৫ বছরে ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন: অক্সফাম

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

সেকশন